Headmaster




সম্মনিত অভিভাবক ও সুধী, আসসালামু আলাইকুম, আমরা সকলে জানি যে “  শিক্ষা একটি চলমান প্রক্রিয়া”। এই প্রক্রিয়াকে সফল করার জন্য অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে একটি বন্ধন সৃষ্টি করতে হয়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের সন্তানদেরকে সত্যিকার মানুষ তথা সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রয়োজন উভয় পক্ষের কঠোর পরিশ্রম ও সর্তকতা। প্রত্যেক অভিভাবক চায় তার সন্তান একটি অনুকুল পরিবেশে বেড়ে উঠে জীবনে অন্য দশ জনের মত প্রতিষ্টিত হোক। আর এই দায়িত্ব পিতা-মাতা, শিক্ষক ও সমাজের সকলের। তাই আসুন আমাদের প্রাণ প্রিয় সন্তানদেরকে আর্দশ ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তুলতে অধিকতর আন্তরিক ও সচেষ্ট হই। এজন্যে আপনার সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠানোর পরে আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে এটা মনে করলে চলবে না। তার নিত্য-নৈমিত্তিক দোষ-ক্রুটি গুলো আমাদের ডায়েরীতে অথবা স্ব-শরীরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে আপনার মতামত ও পরামর্শ বিনিময় করতে হবে। মনে রাখতে হবে আমাদের শিক্ষার্থীরা গ্রামের শিক্ষার্থী। শহরের শিক্ষার্থীদের মতো আধুনিকতার ছোয়া তাদের নেই। এক্ষেত্রে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে সামনের দিকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। পরিশেষে আল্লাহ তাআলার নিকট একান্ত প্রার্থনা আমরা- আপনারা সকলে মিলে এই বিদ্যালয়টি আর্দশ বিদ্যালয়ে পরিণত করে দেশ ও জাতির গৌরব বয়ে আনতে যাতে সক্ষম হই। 


রেবেকা সুলতানা 

 প্রধান শিক্ষক 

চট্টগ্রাম এয়ারপোর্ট

উচ্চ বিদ্যালয়, পতেংগা, চট্টগ্রাম। ০১৬৮৩৪৮৯৩৭৯