WELCOME TO MORFALA R.M.N HIGH SCHOOL

WELCOME TO 

Chattogram MORFALA R.M.N HIGH SCHOOL

বিদ্যালয়ের ইতিহাস


চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অর্ন্তগত নলুয়া ইউনিয়নের মরফলা গ্রাম নিরিবিলি কোলাহলমুক্ত এবং মনোরম পরিবেশে অবস্থিত। ১৯৭০ সালের পূর্বে অত্র এলাকায় কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। পড়ালেখায় আগ্রহীদের অনেক কষ্ট করে পার্শ্ববর্তী অন্যান্য বিদ্যালয়ে পড়ালেখা করতে হতো। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার অভিপ্রায় থেকে তৎকালীন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ একটি বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তারই প্রেক্ষিতে ১৯৭০ সালে রসুলাবাদ নিবাসী জনাব আবদুস সত্তার চৌধুরীর নেতৃত্বে একদল সমাজ হিতৈষী ব্যক্তিবর্গের প্রচেষ্ঠায় মরফলা, রসুলাবাদ, মৈশামূড়া, নলুয়া এই চার এলাকার নাম অনুসারে মরফলা আর.এম.এন উচ্চ বিদ্যালয় নামে যাত্রা শুরু হয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির। 


বিদ্যালয়টি ২৩/০১/১৯৭৩ সালে সর্বপ্রথম নি¤œমাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় ০১/০১/১৯৭৬ সালে। বর্তমানে বিদ্যালয়ে ২টি চারতলা ভবন, ১টি দোতলা ও ১টি টিনসেট ভবন রয়েছে।


যাদের একনিষ্ঠ প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা বাস্তবে রূপ দান সম্ভব হয়েছে তারা হলেন মরফলা গ্রামের সুলতান আহমদ চেয়ারম্যান, নেছার আহমদ, ছিদ্দিক আহমদ, আবুল কাসেম মাষ্টার, জেবল হোসেন, অছিয়র রহমান, খায়ের আহমদ মাষ্টার, নলুয়া গ্রামের রমজান আলী চৌধুরী, রবীন্দ্র চক্রবর্ত্তী, আরও শিক্ষানুরাগী, পেশাজীবী, ব্যবসায়ী এবং উদ্যোগী ব্যক্তিবর্গ।



সিরাজুল ইসলাম

প্রধান শিক্ষক ও সচিব

মরফলা আর.এম.এন. উচ্চ বিদ্যালয়

সাতকানিয়া, চট্টগ্রাম।



KNOWLEDGE IS POWER